চট্টগ্রামের পতেঙ্গা থানার সোনা চোরাচালান মামলায় দুজন ভাইকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা দুজন হলেন- সাতকানিয়া থানার কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা এলাকার জাহাঙ্গীর আলম ও সায়েমগীর।
গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা গেছে, ২০২১ সালের ২৩ নভেম্বর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি ২০০ গ্রাম স্বর্ণসহ দুবাই ফেরত যাত্রী সোহেলকে গ্রেফতার করে পুশল ।
পরে আসামি সোহেল স্বর্ণ চোরাচালানে জাহাঙ্গীর আলম ও সায়েমগীর জড়িত বলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আদালতের একজন কর্মকর্তা বলেন, জাহাঙ্গীর আলম ও সায়েমগীর ২ ভাই হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের সময় শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন হাইকোর্ট।
গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ওই ২ ভাই চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪