রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার রাত ১১টায় নাবিল নাইট কোচ ও জোয়ানা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে দুই বাসের চালকসহ এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১১টার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মিনিবাস রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ ফিলিং ষ্টেশনের সামনে পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী নাবিল নাইট কোচের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নাবিল নাইট কোচের চালক আসাদ আলী আকন্দ (৩৫), জোয়ানা পরিবহনের চালক সাইদুল ইসলাম (৪০) ও জোয়ানা পরিবহনের যাত্রী আব্দুল বাড়ী মন্ডল (৫০) গুরুতর আহত হন।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক ডা. মেঘলা দুই চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।
তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল করছে। দুই গাড়ির চালক গুরুতর আহত হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪