কক্সবাজারের টেকনাফের কায়ুকখালীপাড়া ব্রিজে উপর অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাতে পৌরসভার কায়ুকখালী পাড়া আলো শপিং কমপ্লেক্সে সংলগ্ন ব্রিজের উপর থেকে তাদের ইয়াবাসহ আটক করা হয়।
তারা হলেন, সদর ইউনিয়নের ডেইল পাড়া এলাকার মৃত ফজর আলীর ছেলে মো. ছালামতুল্লাহ (৪০) ও উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের শেল্টার নম্বর ৩১, ব্লক ডি১/বাসিন্দা মৃত আহাম্মদের ছেলে মো. মোস্তফা কামাল (৪০)। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলো শপিং কমপ্লেক্স সংলগ্ন ব্রিজের উপর অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪