মাদক কারবারি চক্রের মূলহোতা থাকেন কক্সবাজারে। বিমানযোগে ইয়াবা পাঠান ঢাকায়। বেশ কিছুদিন নজরদারির পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চক্রের ২ নারী সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাদের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ২০ হাজার পিস ইয়াবা।
কক্সবাজার থেকে বিমানযোগে ইয়াবা এনে ঢাকায় ব্যবসা করে আসছিল একটি মাদক কারবারি চক্র। তাদের কয়েকজনকে সপ্তাহ খানেক ধরে নজরাদারিতে রাখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (২৬ ডিসেম্বর) চক্রটির দুই নারী সদস্য কক্সবাজার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করলে গ্রেপ্তার করা হয়। পরে ওই দুই নারী সদস্যকে নিয়ে তাদের ধানমন্ডির বাসায় অভিযান চালায় নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর সদস্যরা। উদ্ধার করা হয় ২০ হাজার পিস ইয়াবা। এ সময় চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বলেন, ঢাকাতে যখন তারা নামে তখন আমরা তাদের আটক করে জিজ্ঞাসা করি। জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি, তারা তাদের বাসায় ইয়াবা মজুদ করেছে। তখন আমরা তাদেরকে সঙ্গে নিয়ে ওই বাসা থেকে প্রায় ২০ হাজার ইয়াবা জব্দ করি যার বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চক্রটির মূলহোতা কক্সবাজারে বসেই দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মো. মেহেদী হাসান বলেন, তথ্যগত বিশ্লেষণ করে জানতে পারি আসলে যে মাস্টারমাইন্ড সে কক্সবাজার থেকে পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করছে এবং টাঙ্গাইলসহ ঢাকার বিভিন্ন স্থানে সে এই ইয়াবাগুলো পাঠাচ্ছে। তাকে গ্রেপ্তারের জন্য আমাদের কার্যক্রম চলমান আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কেবল ডিসেম্বর মাসেই তারা ৫ লাখ পিস ইয়াবা বিক্রির কথা চক্রটি স্বীকার করেছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪