রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করার সময় পুলিশ জামায়াতে ইসলামীর দুই সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল-
- আব্দুল মতিন (৩৪), নগর মীরগঞ্জ এলাকার আমিন মিয়ার ছেলে
- মোহাম্মদ আবুল কালাম (৪৫), একই এলাকার নুরুল হকের ছেলে
পুলিশ সূত্রে জানা গেছে, দেলাওয়ার হোসাইন সাঈদী’র জানাজার নামাজ ঢাকায় আদায় করতে না দেয়া, সারা দেশে গায়েবানা জানাজায় হামলা ও গ্রেফতারের প্রতিবাদে জামায়াতে ইসলামী সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি দিয়েছিল। বুধবার সকালে জামায়াতের সদস্যরা রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেফতার করে।
মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মাহফুজার রহমান বলেন, “জামায়াতের সদস্যরা মিছিলের নামে নগরীতে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।”
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪