ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজারিয়া নামক স্থানে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সাবিত হোসেন এবং নড়াইলের লোহাগড়ার সৌরভ হোসেন।
শুক্রবার রাত আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ বলেন, খুলনা থেকে যাত্রী নিয়ে একটি বাস ঢাকায় যাচ্ছিল। নগরকান্দা উপজেলার গজারিয়া নামক স্থানে পৌঁছার পর ফরিদপুরের ভাঙ্গা থেকে সাতক্ষীরাগামী একটি বাইককে চাপা দেয় বাসটি।
এতে বাইকের আরোহী সাবিত ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন সাবিতের সঙ্গে থাকা সৌরভ। দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪