ঢাকার ধামরাইয়ে কয়েকটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা তামাক ও মাদকমুক্ত থেকে দেশ গড়ার শপথ নিয়েছে। এ শপথ বাক্য পাঠ করিয়েছে ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির। ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া আব্দুস সোবহান মডেল হাইস্কুল মাঠে মাদকবিরোধী সমাবেশে স্থানীয় এমপি বেনজীর আহমদ ও দেশের ১০টি পৌরসভার মেয়র ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের জেলা উপজেলার নেতাকর্মীদের উপস্থিতে তিনি শিক্ষার্থীদের এ বাক্য পাঠ করান।
শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, পৌরসভার মেয়র অনেক সুন্দর একটি পদক্ষেপ গ্রহণ করেছেন। তার এ স্বপ্ন বাস্তবায়নে আমরা অভিভাবকরা সার্বিক সহযোগিতা করব। ধামরাই থানার ওসি আতিকুর রহমান জানান, যে কোন পরিবারে একজন মাদকাসক্ত ছেলে থাকলে সে পরিবার ধংস হয়ে যায়। তাই পৌরসভার মেয়র গোলাম কবির অনেক ভালো একটি পদক্ষেপ নিয়েছে।
ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির জানান, আমি আমার পৌরসভাকে মাদক মুক্ত ঘোষণা করেছি
শুধু তাই নয় তামাকজাত পন্য যে সব প্রতিষ্ঠানে বিক্রি করা হবে আমি ওই প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স দেওয়া বন্ধ করে দিয়েছি। এখন শিক্ষার্থীদের মাদক মুক্ত জীবন গড়ার অনুরোধ করছি। এতে তাদের ও তার পরিবারের জীবন সুন্দর হবে বলে আমি বিশ্বাস করছি।