
দুই যুবকের মৃত্যু হয় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে - Trustnews24.com
বিদ্যুতের খুঁটিতে ঝুলে আছে একজনের লাশ। হবিগঞ্জের আজমিরীগঞ্জের শিবপাশায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তাদের লাশ দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে পুলিশ লাশ দুটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

পুলিশ জানায়, গতরাতের কোনো এক সময় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে চোররা খুঁটিতে ওঠে। এ সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। ঘটনাস্থলে খুঁটিতে একজনের লাশ ঝুলছিল, আরেকজনের লাশ খুঁটির পাশে মাটিতে পড়ে রয়েছিল।
খবর পেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। তবে লাশ দুটির পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাদের কাউকে চিনতে পারেনি। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪