“পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে স্বাস্থ্যবিধি মেনে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২০ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে মনোযোগী ও উদ্ভাবনী মেধা বিকাশে আকৃষ্ঠ করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরের মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন।
মেলায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা মিলে ১৪ টি স্টল বসে। উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও একইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক ই আজম, সাধারন সম্পাদক ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক মানিক, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাসহ স্কুল-কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার ও বিশেষ অতিথিবৃন্দ প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন এবং প্রশ্ন-উত্তর করেন।