কোনো না কোনো কারণে লাইমলাইটে থাকেন বলিউড তারকা উর্বশী রাউতেলা। এবার অভিনেত্রী তার জন্মদিনের পোস্টের কারণে লাইমলাইটে এলেন। ইনস্টাগ্রামে অভিনেত্রীর এই পোস্টের পরই ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
অভিনেত্রী তার জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। এই ভিডিওতে তাকে বাঞ্জি জাম্পিং করতে দেখা যাচ্ছে। সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘আমার জন্মদিনের শুভেচ্ছা কী হওয়া উচিত? দ্বিতীয় জন্মদিনের চেয়ে ভালো উপহার আর হতে পারে না। আজ, আমি আমার জীবন এবং এর সঙ্গে আসা সমস্ত কিছু উদযাপন করি। আমি আমার পরিবার, বন্ধু এবং আমার সমস্ত ভক্তদের কাছে কৃতজ্ঞ।’
উর্বশী রাউতেলার এই পোস্টটি সামনে আসতেই অনেকেই তাকে পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহের নামে ট্রল করতে শুরু করেন। একজন কমেন্টে লিখেছেন, ‘আমি নাসিম শাহের মন্তব্যের জন্য অপেক্ষা করছি’, অন্য একজন লিখেছেন, ‘আমাকে বিশ্বাস করুন, নাসিম শাহ অবশ্যই ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়েছেন।’
২০১৮ সালে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ সুন্দরী অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসন এবং পর্যটন মন্ত্রক এই পুরস্কার দিয়েছিল। অভিনয়ের পাশাপাশি ঊর্বশী একজন ভীষণ ভাল নৃত্যশিল্পী।
সানি দেওলের ফিল্ম ‘সিং সাব দ্য গ্রেট’ দিয়ে বলিউডে পা রাখেন উর্বশী। প্রথম ছবি-ই বক্স অফিস ফ্লপ করে, কিন্তু দর্শকদের নজরে পড়ে যান উর্বশী, পরে একাধিক বলিউডের ছবিতে কাজও করেছেন।