ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের আনুষ্ঠান মঙ্গলবার থেকে শুরু হচ্ছে যাচ্ছে । কিন্তু বিয়ের আগেই আইনি ঝামেলায় পড়েছেন তারা। ভারতের এক আইনজীবী এই দম্পতি বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
সেই রাজস্থানভিত্তিক আইনজীবী অভিযোগ করেছেন, এই বিয়ের ৬ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে অনুষ্ঠান যার কারনে চৌথ মাতা মন্দিরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
জানা গেছে, হোটেল ম্যানেজার ডিসট্রিক্ট কালেক্টরের তত্ত্বাবধানে ছয় দিনের জন্য হোটেল থেকে মন্দিরে যাওয়ার রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। এই কারণে পুণ্যার্থীদের মন্দিরে যেতে সমস্যা হচ্ছে।
অভিযোগটি করা হয়েছে বিয়ের ভেন্যু, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল ও ডিসট্রিক্ট কালেক্টরের বিরুদ্ধে।
বলিউডে বছরের শেষ দিনগুলো এই জমকালো বিয়ের আয়োজন দিয়ে উদযাপিত হচ্ছে। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ শুধু চৌথ মাতার মন্দির নয়, তারা ভূমি থেকে ১৫শ ফুট ওপরে অবস্থিত ত্রিনেত্র গণেশ মন্দিরেও যাবেন।
আমাদের ফেইসবুক Link ট্রাস্ট নিউজ ২৪