এসএসসি ২০২২ সালের পরীক্ষার সিলেবাস ৭০ ভাগ থেকে নামিয়ে ৫০ ভাগ করা এবং ৩টি বিষয়ে পরীক্ষার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সেই মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়া তারা বিভিন্ন দাবি আদায়ে স্লোগান দেন।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলেন, করোনারভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান দির্ঘদিন বন্ধ থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে ঠিকভাবে ক্লাস হয়নি। এরমধ্যে ২০২১ সালের পরীক্ষার্থীরা ৭০ ভাগ সিলেবাসে শুধুমাত্র স্ব-স্ব বিভাগের মাত্র ৩টি পরীক্ষা দিয়েছেন। কিন্তু ২০২২ সালের পরীক্ষার্থীরা তাদের চেয়ে কম সময় পেলেও ৫ বিষয়ে পরীক্ষা দেওয়ার কথা বলা হয়েছে এবং সব বিষয়ে পরীক্ষার সিলেবাস ৭০ ভাগ করা গয়েছে।
এসময় পরীক্ষার সিলেবাস ৭০ ভাগ থেকে নামিয়ে ৫০ ভাগ করাসহ ৩টি বিষয়ে পরীক্ষা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান শিক্ষার্থীরা। দাবি মানা না হলে কঠোর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান ইসলাম বলেন, এসএসসি ব্যাচ ২০২১ যারা আমাদের আগে ছিল। আমরা তাদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমাদের দিকটা সরকারের বিবেচনা করা উচিত। যেহেতু ওমিক্রন দেখা দিয়েছে সেজন্য আমরা চাই আমাদের পরীক্ষা যেন দ্রুত সময়ের মধ্যে নেওয়া হয়। সেজন্য পরীক্ষার সিলেবাস কমিয়ে ৭০ ভাগ থেকে ৫০ ভাগ করা হোক। ৩টি বিষয়ে পরিক্ষা নেওয়া হোক। আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমরা আরও কঠোর আন্দোলন ঘোষণা করব।
এসময় আইডিয়াল রেসিন্ডেসিয়াল স্কু্ল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, গত এক বছরে আমরা ভালো করে পড়াশোনা করতে পারিনি। আমরা চাই আমাদের পরীক্ষা তিন বিষয়ে নেওয়া হোক এবং সিলেবাস কমিয়ে দেওয়া হোক।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা নিজ নিজ কলেজে ফিরে যান
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪