
জলবায়ু পরিবর্তনের এতো তীব্র মাত্রা আগে দেখিনি: জাতিসংঘ মহাসচিব
‘জলবায়ু পরিবর্তনের এতো তীব্র মাত্রা’ আগে কখনও দেখেননি বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস । তিনি বলেন, আমি আমার জীবনে অনেক মানবিক বিপর্যয় দেখেছি। কিন্তু এমন মাত্রার বিপর্যয় নজিরবিহীন। আমি আজ যা দেখলাম তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো না।’
শনিবার বন্যা কবলিত পাকিস্তান পরিদর্শনকালে এ মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব। জলবায়ু পরিবর্তনের জন্য তিনি ধনী দেশগুলোকে দায়ী করেন ।
এ সময় ধনী দেশগুলোকে দায়ী করে গুতেরেস বলেন, এমন বিপর্যয়ের জন্য ধনী দেশগুলো সমানভাবে দায়ী। পাকিস্তানকে সাহায্য করা তাদের নৈতিক দায়িত্ব। ভারী বৃষ্টিপাত ও বন্যায় নাকাল পাকিস্তানের দক্ষিণাঞ্চল। চলমান এ বন্যায় ইতোমধ্যে প্রায় ১৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন।
গুতেরেস বলেন, তিনি আশা করছেন তার এই সফর পাকিস্তানকে আন্তর্জাতিক সহায়তা পেতে আরও সাহায্য করবে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪