বিগত এক সপ্তাহ ধরে রেকর্ড গরম আবহাওয়া বিরাজ করছে পশ্চিম কানাডায়। এর প্রভাবে লক্ষাধিক মানুষ দাবানল ও বন্যার মতো প্রাকৃতিক দুর্বিপাকে ভুগছে।
গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আলবার্টার কিছু অংশে দাবানলের কারণে হাজার হাজার মানুষকে বাড়িঘর থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে দ্রুত তুষার গলে ব্রিটিশ কলাম্বিয়ায় বন্যা শুরু হয়েছে।
শুক্রবারের মধ্যে আলবার্টায় এক লাখ ৩০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল। এ সময়ে ৭৮টি দাবানল চিহ্নিত করা হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলের মধ্যে রয়েছে প্রদেশের উত্তরে লিটল রেড রিভার ক্রি নেশন, যেখানে আগুনে ২০টি বাড়ি ও থানা পুড়ে গেছে।
প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে ১৪০ কিলোমিটার পশ্চিমে ড্রেটন ভ্যালির সাত হাজার জনসংখ্যার সবাইকে বৃহস্পতিবার গভীর রাতে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
চলতি বছর আলবার্টা ৩৪৮টি দাবানলের শিকার হয়েছে। ২৫ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। স্থানীয় দাবানল বিষয়ক কর্মকর্তা ক্রিস্টি টাকার বলেন, সাম্প্রতিক যেকোনও রেকর্ডের তুলনায় এবার বছরের এই সময়ে উল্লেখযোগ্যভাবে বেশি দাবানল দেখা গেছে। শুক্রবার আগুন আরও তীব্র হতে পারে।
এদিকে ব্রিটিশ কলাম্বিয়ায় নদীগুলো উপচে বন্যার সৃষ্টি হয়েছে। পানিতে ভেসে গেছে ঘরবাড়ি। এজন্য বন্ধ করে দিতে হয়েছে প্রধান সড়ক।গত সপ্তাহ পর্যন্ত পশ্চিম কানাডা শীতল বসন্ত দেখেছে। কিন্তু মে মাসের শুরুতে গড়ের চেয়ে ১০-১৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা সয়েছে, যা আগুন ও বন্যা দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ।