
তৃতীয় সন্তানের মা হওয়ার বিষয়ে যা বললেন কারিনা
বেশ কিছুদিন থেকেই গুঞ্জন উঠেছে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের তৃতীয় সন্তানের মা হওয়া নিয়ে । একটি ছবিতে কারিনার সন্তানের মা হওয়ার অবস্থান লক্ষ্য করে এ গুঞ্জনের শুরু হয় ।
সত্যিই কি মা হতে চলেছেন কারিনা ? এই প্রশ্নের উত্তর দিয়ে ইনস্টাগ্রামে কারিনা লিখেছেন, পাস্তা আর ওয়াইন খাওয়ায় আমাকে ওরকম দেখাচ্ছিল। আপনারা শান্ত হন। আমি অন্তঃসত্ত্বা নই। উফ। সাইফ বলেছে— দেশের জনসংখ্যা বৃদ্ধিতে ওর অনেক অবদান।
এখন কারিনা যে মা হচ্ছেন না, তা অনুরাগীদের বুঝতে আর বাকি থাকে না।
সাইফ আলি খান ও কারিনা বিয়ে করেন ২০১২ সালে ১৬ অক্টোবরে । বিয়ের ৪ বছর পর ২০১৬ সালে বড় ছেলে তৈমুর খানের জন্ম দেন অভিনেত্রী। এরপর ২০২১ সালে তাদের জীবনে আসে কনিষ্ঠ পুত্র জেহ আলি খান।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪