একটি ই-কমার্স প্রতিষ্ঠান ‘ইভ্যালি’ নিয়ে হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন নতুন বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন।
রাজধানীতে ইভ্যালি কার্যালয়ে মঙ্গলবার সভা করেছে পরিচালনা বোর্ড। নতুন বোর্ডের প্রথম সভা শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে ইভ্যালির গ্রাহকদের উদ্দেশ্যে তিনি এ পরামর্শ দেন।
তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন- ‘যা কিছু দেখবেন শুনবেন জানবেন, আতঙ্কিত বা হতাশ হবেন না। আস্থা বা বিশ্বাস রাখুন, অপেক্ষা করুন। কষ্ট যা হবে, আমার হবে। হয়তো তিনগুণ কষ্ট বেড়ে যাবে, এই যা। যা হবে বিন্দু পরিমাণ বিচ্যুতি বা অনিয়ম বা ম্যানিপুলেশন থাকবে না। সময় দিন। অপেক্ষা করুন।’
ইভ্যালির বিরুদ্ধে অভিযোগ আসে টাকা নিয়ে সময়মতো পণ্য সরবরাহ করতে না পারার। এর জেরে একটি মামলায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল ও তার স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে রাজধানীর মোহাম্মদপুরের ফ্ল্যাট থেকে গ্রেফতা
এরপর গুলশান থানায় তাদের অর্থ আত্মসাৎ মামলায় তাদের তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত। এই মামলায় রিমান্ড শেষে ধানমন্ডি থানায় করা অর্থ আত্মসাতের অপর এক মামলায় রাসেলকে ফের রিমান্ডে পাঠানো হয়। তারা দুজনই বর্তমানে কারাগারে আছেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪