
ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা হয়েছে। বিকট বিস্ফোরণ একটি ‘অসফল’ ড্রোন হামলার কারণে হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাপনা আঘাত হানে, অপর দুটি প্রতিরক্ষা ফাঁদে আটকা পড়ে ও বিস্ফোরিত হয়। সৌভাগ্যবশত, ‘অসফল’ এই হামলায় কারও প্রাণহানি হয়নি এবং এটি ওয়ার্কশপের ছাদের সামান্য ক্ষতি হয়েছে।
তবে ইসরায়েলি গণমাধ্যমে গোয়েন্দা তথ্যের বরাতে বলা হচ্ছে, হামলা উল্লেখযোগ্য সফল হয়েছে। জেরুজালেম পোস্টের খবরে বলা হচ্ছে, ইরানের সামরিক কারখানায় এই হামলার অনেকগুলো কারণ হতে পারে। তারমধ্যে উল্লেখযোগ্য একটি হলো-ইউক্রেনে হামলার জন্য রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে ইরান। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো, ইসরায়েল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তেহরানের উত্তেজনা।