‘মানিকে মাগে হিতে’ গানটি দিয়ে নেটদুনিয়ায় ভাইরাল শ্রীলঙ্কান সঙ্গীতশিল্পী ইয়োহানি ডিলোকা ডি সিলভা। তিনি ইয়োহানি নামেই বেশি পরিচিত। সিংহলী ভাষার গান ‘মানিকে মাগে হিতে’ এত বেশি জনপ্রিয় হয়েছে যে গানটির তামিল, মালয় ও বাংলা সংস্করণও বের হয়েছে। গান গাওয়ার পাশাপাশি গান লেখেন ইয়োহানি।
ইউটিউবে গান প্রকাশের মধ্যে ক্যারিয়ার শুরু করেন ইয়োহানি। ‘দেবিয়াঙ্গে বারে’ গানটি প্রকাশের পর ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। বর্তমানে শ্রীলঙ্কায় সঙ্গীতপ্রেমীদের মধ্যে দারুণ জনপ্রিয় ইয়োহানি। সেখানে নিয়মিত স্টেজ শো করেন। এর আগেও ইয়োহানির গাওয়া গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
হু হু করে বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীর সংখ্যা। তার ইউটিউবের সাবস্ক্রিপশন সংখ্যাও রাতারাতি বেড়ে গেছে।
‘মানিকে মাগে হিতে’ লাইনটির বাংলা অর্থ হলো ‘তুমি আমার চোখের মণি’। গানটির প্রথম কণ্ঠশিল্পী শ্রীলংকার আরেক র্যাপার সথীশন রাথনায়কা। গত বছরের জুলাই মাসে গাওয়া হয় গানটি। আর চলতি বছরের গত মে মাসে ইয়োহানির পুনরায় রেকর্ড করেন এটি।
বাদ্যযন্ত্রের ব্যবসাও রয়েছে ইয়োহানির।
বিদেশি বাদ্যযন্ত্র আমদানি করে শ্রীলংকায় বিক্রি করেন, আবার সেখানকার স্থানীয় বাদ্যযন্ত্র অন্য দেশে রফতানি করেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪