যশোরের অভয়নগরে এক বিধবা নারীকে ধর্ষণের মামলার রাব্বি শেখ (২৬) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রাব্বি শেখ মধ্যপুর গ্রামের আজাদ শেখের ছেলে। গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের মধ্যপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, গত ৭ মার্চ বিকেলে রাব্বি শেখ তার প্রতিবেশী এক বিধবা নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরদিন ৮ মার্চ ধর্ষিতা ওই নারী রাব্বি শেখের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ৬। মামলার তদন্ত কর্মকর্তা অভয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোকলেচুর রহমান বলেন, ধর্ষণের ঘটনার পর রাব্বি শেখ পালিয়ে যায়।
এ বিষয়ে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বি শেখ ধর্ষণ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।ৎ
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪