গাঁজাসহ স্বামী গ্রেফতারের ২ দিন পর স্ত্রীকেও গাঁজাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়নের দিঘন গ্রামের একটি বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ নুরবানু নামে এক নারী মাদককারবারিকে আটক করে তারা।
বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুর সদরের শেখপুরা ইউপির দিঘন গ্রামে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের একটি দল। আটক মাদককারবারি নুরবানু শেখপুরা ইউনিয়নের এর আগে মাদকসহ আটক আবুজারের স্ত্রী। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৪ লক্ষাধিক টাকা দাবি তাদের।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, মাদকমুক্ত দিনাজপুর গড়তে নিয়মিত অভিযান চলছে। আটক আবুজার দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে পাইকারি ও খুচরা মাদক সরবরাহ করে আসছিল। গত মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ৫০কেজি গাঁজাসহ আবুজারকে আটক করে ডিএনসি। তাকে আটকের পর স্ত্রী নুরবানু মাদক ব্যবসা সচল রাখতে চেয়েছিল। স্বামীর মাদক ব্যবসা পরিচালনা করার লক্ষ্যে স্ত্রী নুরবানু গাঁজার চালান এনে পাইকারি বিক্রি শুরু করতে গিয়ে আটক হয়েছে। তবে এ ঘটনায় পলাতক রয়েছে তাদের অন্যতম সহযোগী সেলিনা। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।