
স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক
পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রিনা (৩০) বেগমকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী মনিরুল ইসলাম। এই ঘটনার পর স্বামী পালিয়ে গেলে আজ সোমবার ভোরে তাকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামে। নিহত রিনা বেগম ৩ সন্তানের মা ।
এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই থাকতো। এরই জের ধরে রবিবার বিকেল ৫ টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পাশে থাকা একটি ধারালো হাসুয়া দিয়ে রিনার পেটে ও মাথায় আঘাত করে স্বামী মনিরুল।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করে। এসময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনোয়ার রফিকুল ইসলাম প্রাথমিক চিকিৎসা দিয়ে রিনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে রাত ৮টার দিকে পথে তার মৃত্যু হয়।
এঘটনার পর ঘাতক স্বামী পালিয়ে গেলে আজ সোমবার ভোরে তাকে ছত্রাজিতপুর এলাকা থেকে শিবগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে ।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪