যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামে । এমন অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে । এ ঘটনাটি ঘটে গতকাল শনিবার রাতে।
এ ঘটনায় নিহতের বাবা তার জামাতা লিটন হোসেনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মৃত গৃহবধূর নাম হালিমা খাতুন (২৩)। তিনি সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামের বাবলু পাড়ের কন্যা ও একই উপজেলার ছনকা গ্রামের লিটন হোসেন ঢালীর স্ত্রী।
নিহতের বাবা জানান, ৫ বছর আগে তার কন্যা হালিমার সাথে ছনকা গ্রামের লিটনের বিয়ে হয়। বিয়ের সময় তাকে ১ লাখ ১০ হাজার টাকা যৌতুক হিসেবে দেওয়া হয়। এরপর বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে সে ৫ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার করে টাকা আদায় করতো। সম্প্রতি সে আরো ১ লাখ টাকা ইজিবাইক কেনার জন্য স্ত্রীকে তার বাপের বাড়ি থেকে আনতে বলে। এতে স্ত্রী রাজী না হওয়ায় স্বামী তাকে মারপিট করে।
একপর্যায়ে শনিবার রাতে মারপিট ও শ্বাসরোধ করে হত্যার পর নিজ ঘরের আড়ায় তার স্ত্রীর মরদেহ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করা হয়। এরপর সে নিজেই বাড়ি থেকে পালিয়ে যায়। তাদের একটি ৪ বছরের কন্যা সন্তান রয়েছে ।
সাতক্ষীরা সদর থানার ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাবলু পাড় বাদী হয়ে জামাতা লিটনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪