
গোপালগঞ্জে খুন মোটর শ্রমিক নেতা বাসু হত্যাকাণ্ডের সাক্ষীকে - Trustnews24.com
গোপালগঞ্জে চাঞ্চল্যকর মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলার সাক্ষী পার্টস ব্যবসায়ী মিন্টু মিনা ওরফে কোটন মিনাকে (৪৮) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।

গোপালগঞ্জে খুন মোটর শ্রমিক নেতা বাসু হত্যাকাণ্ডের সাক্ষীকে – Trustnews24.com
আজ রবিবার সকালে গোপালগঞ্জ থানা পুলিশ ঢাকা-খুলনা মহাসড়কের শহরের ফরিককান্দি লেকপাড় ব্রিজের পাশ থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মিন্টু মিনা ওরফে কোটন গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি এলাকার মৃত আকতার মিনার ছেলে।
আগামী ২৪ জানুয়ারি চাঞ্চল্যকর বাসু হত্যা মামলায় কোটনের সাক্ষ্য দেয়ার দিন ধার্য ছিল। স্থানীয়রা ধারণা করছেন, এই সাক্ষ্য প্রদানকে সমনে রেখে কে বা কারা তাকে হত্যা করেছে। কোটন শহরের কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের মিনা মোটরর্সের মালিক। তিনি মোটর পার্ট ও বাসের ব্যবসা করতেন।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, গতকাল শনিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে কুয়াডাঙ্গা থেকে ফকিরকান্দির বাড়িতে যান। ঘরে প্রবেশের আগেই মোবাইলে অজ্ঞাত ব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে তিনি বের হন।
এরপর পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রাত ১২ টার দিকে পরিবারের লোকজন তার মোবাইল ফোনটি বন্ধ পান। রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাড়ির পাশে ফরিককান্দিতে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪