দিনাজপুর শহরে জয়া বর্মণ (৩০) নামে এক নারী হোটেল শ্রমিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দিনাজপুর শহরের কালুর মোড় এলাকায় বুধবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।
হত্যার শিকার জয়া বর্মণ দিনাজপুর শহরের ফকিরপাড়া এলাকায় বসবাসকারী স্বপন রায়ের স্ত্রী। তিনি বর্মণ দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় হোটেল সাউদিয়া নামে একটি খাবার হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
এলাকাবাসী জানান, বুধবার সারাদিন হোটেলে কাজ করে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন জয়া বর্মণ। হোটেল থেকে কয়েকশ গজ দূরে কালুর মোড় এলাকায় আসলে দুর্বৃত্তরা তাকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এরপর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীরা আরও জানান, জয়া বর্মণ ও স্বপন রায়ের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ এলাকায়। স্বামী স্বপন রায় শহরে নৈশপ্রহরী এবং স্ত্রী জয়া বর্মণ হোটেলে শ্রমিক হিসেবে কাজ করার কারণে তারা দিনাজপুর শহরের ফকিরপাড়া এলাকায় বাড়িভাড়া নিয়ে বসবাস করতেন।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের আটকের চেষ্টা চলছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪