
রংপুরের হারাগাছ মেট্রোপলিটন এলাকায় বালুভর্তি ট্রাকচাপায় রাবেয়া বেগম (৫৭) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার সকালে হারাগাছ পৌরসভার বানুপাড়া শহীদ ভাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাবেয়া রংপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের তপোধন শহীদ আবাসন এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জাহিদুল ইসলামের স্ত্রী।
সকাল ৭টার দিকে ওই নারী হারাগাছ-রংপুর সড়কে হেটে যাচ্ছিলেন। এ সময় বালুভর্তি একটি ডাম্প ট্রাক ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
হারাগাছ থানার ওসি রেজাউল করিম বলেন, ট্রাক ও তার চালককে আটক করা যায়নি।