
‘নারীরাই চলচ্চিত্রে বিবর্তন এনেছেন’ - trastnews24
বলিউড জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, তিনি মনে করেন বর্তমানে হিন্দি চলচ্চিত্র যে অবস্থানে দাঁড়িয়ে আছে সেই অবস্থান কাঠামো তৈরির পেছনে নারীদেরই অবদান । নারীরাই নতুন যুগের চলচ্চিত্রের গল্পের অবিচ্ছেদ্য অংশ। শৈদ্ধা কাপুরের মতে, হিন্দি চলচ্চিত্রের বিবর্তনের পেছনে নারীরা বড় একটি কারণ।
তিনি বলেন, ‘আমি আমাদের সিনেমার প্রশংসা করেই বড় হয়েছি, কিন্তু আমি লক্ষ্য করেছি যে, নারীরা কীভাবে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে এর গতিপথ প্রসারিত করেছে। বলতে পারেন, নারীরাই হিন্দি সিনেমায় বিবর্তন এনেছেন।
উল্লেখ্য, চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে শ্রদ্ধার ‘চালবাজ ইন লন্ডন’, ‘নাগিন’ ও লুভ রঞ্জনের নাম ঠিক না হওয়া একটি সিনেমা।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪