দ্রুতগতিতে এগিয়ে চলছে রংপুর-ঢাকা ফোর লেন মহাসড়ক তৈরির কাজ। বাংল্দেশের প্রথম এই ডিজিটাল মহাসড়ক নির্মাণের কাজ চলছে দিনরাত। ২০২৩ সালে এই মহাসড়ক চলাচলের জন্য খুলে দেওয়া হবে। আর এই মহাসড়কে অর্ধেক সময়ে, অর্থাৎ ৪ ঘণ্টায় রংপুর থেকে ঢাকায় যাতায়াত সম্ভব হবে।
আধুনিক একটি মহাসড়ক মনে হলেও মূল উদ্দেশ্য হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর মতো যোগাযোগ ব্যবস্তা তৈরি করা।
মহাসড়কটি তৈরি হচ্ছে সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন নামের একটি প্রকল্পের অধীনে।
যানজট ও দুর্ঘটনা কমার পাশাপাশি স্বল্প সময়ে পৌঁছানো যাবে উত্তরাঞ্চলের ১৬টি জেলায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকবে উড়ালসড়ক, আন্ডারপাস, ছোট-বড় সেতু ও কালভার্ট। ফলে গাড়ির ক্রসিং কম হবে, পাশাপাশি সার্ভিস রোড থাকার কারণে লোকাল গাড়িগুলো চলাচল করতে পারবে।
রোড কানেকটিভিটি প্রজেক্ট-২-এর আবাসিক প্রকৌশলী অনুপ কুমার মণ্ডল জানান, আমারা ২০২৩ সালের জুন মাসে এ বাস্তা জনগণের জন্য উন্মুক্ত করবো ।
সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে রংপুরের মডার্ন পর্যন্ত ১৯০ কিলোমিটার দীর্ঘ এই সড়কের শেষ অংশের কাজ চলছে দিনরাত।
তিনি আরও জানান, আমাদের নির্ধারিত সময় ছিল ২০২২ সালের জুন পর্যন্ত, তবে সেখান থেকে আমাদের আরও কিছু সময় বেশি লাগবে। তবে আমরা আশা করছি খুব দ্রুতই প্রজেক্টের কাজ শেষ হবে।
পুরো প্রকল্পকে নান্দনিক রূপ দেবে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জটি।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪