বুধবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক কৃষ্ণকান্ত রায় এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৯ ডিসেম্বর রংপুর নগরীর মুন্সিপাড়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে বসে জুয়া খেলছিলেন আব্দুর রহিম ও মনোয়ারুল ইসলাম। খেলার সময় টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে আব্দুর রহিম মনোয়ারুল ইসলামকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।
নিহতের ভাই আনোয়ারুল ইসলাম বাদী হয়ে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানায় হত্যা মামলা করেন। মামলায় আসামি আব্দুর রহিমকে গ্রেফতার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে আব্দুর রহিম হত্যার কথা স্বীকার করেন। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে।
মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিচারক আসামি আব্দুর রহিমকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪