
টাকা দিয়ে মোবাইলে লুডু খেলায় ঝুঁকছে যুবকরা
অ্যান্ড্রয়েড ফোনে টাকা দিয়ে লুডু খেলায় ঝুঁকছে পাবনার সুজানগরের যুবসমাজ। সেইসঙ্গে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীও এই খেলায় আসক্ত হয়ে পড়ছে।
জানা গিয়েছে, একসময় এলাকার ভবঘুরে যুবকদের পাশাপাশি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা শখের বশে বাসা-বাড়িতে আ্যন্ড্রয়েড ফোনে লুডু খেলতো। কিন্তু বর্তমানে ওই সব ভবঘুরে যুবক এবং শিক্ষার্থী টাকা দিয়ে জুয়ার মতো আ্যন্ড্রয়েড ফোনে লুডু খেলছে।ওই সব ভবঘুরে যুবক এবং শিক্ষার্থী উপজেলার বিভিন্ন বাসস্ট্যান্ডে, বাড়ির আশেপাশের বাগানে এবং বৈঠকখানায় বসে আ্যন্ড্রয়েড ফোনে টাকা দিয়ে লুডু খেলে। তারা ১০০ টাকা থেকে শুরু করে মোটা অংকের টাকা বাজি ধরে মোবাইল ফোনে লুডু খেলে থাকে।

এদিকে এলাকার সচেতন মহল মনে করেন, টাকা দিয়ে লুডু খেলার কারণে উপজেলার আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। বিশেষ করে তারা খেলার টাকা যোগাড় করতে গিয়ে চুরিসহ আইনের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
সুজানগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, জুয়া খেলা অপরাধ, সেটা যেভাবেই খেলা হোক না কেন, । কাজেই জুয়াড়িদের ধরতে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪