কবে করোনাভাইরাস টিকা নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘদিন ধরেই সেই আলোচনা চলছিল। অবশেষে ভারতের দ্বিতীয় পর্বের টিকাকরণ শুরুর প্রথম দিন করোনার টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টিকা নেওয়ার পর টুইটারে মোদী বলেন, ‘এইমসে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলাম। কোভিড-১৯-এর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে দ্রুত শক্তিশালী করতে আমাদের চিকিৎসক এবং বিজ্ঞানীরা যেভাবে কাজ করেছেন, তা অবিস্মরণীয়। যাঁরা টিকা নেওয়ার যোগ্য, তাঁদের সবাইকে টিকা নেওয়ার অনুরোধ করছি। একসঙ্গে ভারতকে আমাদের কোভিডমুক্ত করতে হবে।’
সোমবার (মার্চ-১) সকাল ৬ টা ২৫ মিনিটে দিল্লির এইমসে মোদীকে ভারত বায়োটেকের করোনা টিকা দেন নার্স পি নিভেদা।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪