বিশ্বজুড়ে করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। গত ২৪ ঘণ্টায় (রবিবার) এই ভাইরাসের ছোবলে প্রাণ গেল আরও ৮ হাজারের বেশি মানুষের। এ নিয়ে মহামারীতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৩৫ লাখ ৫৬ হাজার।
একদিনে ৩ লাখ ৯২ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাস।
এ পর্যন্ত কোভিডে আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ১০ লাখ ১০ হাজারের ওপর।
রবিবার দৈনিক সংক্রমিত আর মৃত্যু দু’টোই কমেছে ব্রাজিলে। ৯৫০ জনের প্রাণহানি আর সাড়ে ৪৩ হাজার নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে দেশটিতে। প্রাণহানির দিক থেকে এদিন তৃতীয় অবস্থানে কলম্বিয়া ৫৩৫ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। সাড়ে ৩শ’র ওপর প্রাণহানি হয়েছে মেক্সিকো, রাশিয়া ও আর্জেন্টিনায়।
যুক্তরাষ্ট্রে অনেকটাই নিয়ন্ত্রণে মহামারী পরিস্থিতি। রবিবার ১২৪ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। সংক্রমিত শনাক্ত হয়েছে প্রায় ৭ হাজার ৭শ’।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪