করোনার টিকা নিয়ে সতর্কতা জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)। বুধবার সংস্থাটি জানিয়েছে, সংঘবদ্ধ অপরাধী চক্র মুনাফা হাসিলের জন্য করোনার ভূয়া টিকা বাজারে ছড়াতে পারে।
এইসব বাজারজাত হতে যাওয়া করোনার ভ্যাকসিন সঙ্ঘবদ্ধ অপরাধী চক্রের নতুন লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে এবং বাজারে নকল টিকা বিক্রি হতে পারে।
ইন্টারপোল জানিয়েছে, তারা সদস্য ১৯৪টি দেশে বৈশ্বিক সতর্কবার্তা পাঠিয়েছে। এতে দোকানে বা অনলাইনে করোনার ভুয়া টিকা বিক্রির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে সতর্ক থাকার কথা বলা হয়েছে।
অপরাধী চক্র ভুয়া ওয়েবসাইটে রোগ নিরাময়ের কথা বলে সাধারন মানুষকে তাদের প্রতারণার লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।
এবং এই ফাঁদে পরে মানুষ নকল ভ্যাকসিন গ্রহণ করলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে, এমনকী এতে ওইসব মানুষদের মৃত্যু পর্যন্ত হতে পারে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪