গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ১১২ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড। দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৪৯৭ জনে।
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১৬ ও ১৭ এপ্রিল করোনায় ১০১ জন করে মারা যান। আর ১৮ এপ্রিল করোনায় মারা যান ১০২ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ৪ হাজার ২৭১ জনকে নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ২৩ হাজার ২২১ জনে দাঁড়িয়েছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪