গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩ হাজার ৪৭৩ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এছাড়া আজ করোনায় আরো ১০১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
নতুন শনাক্ত ৩ হাজার ৪৭৩ জনকে নিয়ে দেশে মোট করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১৫ হাজার ২৫২ জন। ১৬ হাজার ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল মিলেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৪৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত ১০১ জনকে নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ১০ হাজার ২৮৩ জন।
গত ৭ এপ্রিল দেশে একদিনে করোনা শনাক্ত হয় সাত হাজার ৬২৬ জন। যা দেশে একদিনে করোনা শনাক্তে সর্বোচ্চ রেকর্ড। আর গত ৬ এপ্রিল একদিনে করোনা শনাক্ত হয়েছিল সাত হাজার ২১৩ জন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪