মাহবুবুল হক খান,
দিনাজপুর প্রতিনিধি //
দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি
শাইখ মুহাম্মাদ আব্দুল জলীল বিন মোঃ শামসুল আলম আল মাদানীর সভাপতিত্বে মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী গবেষক অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক।
সম্মেলনে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সহ-সভাপতি আলহাজ্ব আওলাদ হোসেন ও জমঈয়তে আহলে হাদীসের উপদেষ্টা এম এ সবুর।
মহাসম্মেলন বিদেশী অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদী আরবের শায়খ ড. হামাদ বিন হাবশান আল হারবী।
সম্মেলনে বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জমঈয়তে আসলে হাদীসের সেক্রেটারি জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান আল মাদানী।
সম্মেলনে আলোচনা করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সহ-সভাপতি অধ্যপক ড. মুহাম্মদ রাইসুদ্দীন, ড. আহমাদুল্লাহ ত্রিশালী, প্রফেসর ড. মোঃ ওসমান গনী, জমঈয়তে আহলে হাদীসের উপদেষ্টা শাইখ সাইফুদ্দিন বেলাল মাদানী, জমঈয়তে আহলে হাদীসের বিদেশ ও প্রচার বিষয়ক সেক্রেটারি শাইখ ইববরাহিম বিন আব্দুল হালিম আল মাদানী, নির্বাহী সদস্য শাইখ ড. মুযাফফর বিন মহসীন, জমঈয়তে শুববানে আহলে হাদীসের সাবেক সভাপতি ইসহাক বিন এরশাদ আল মাদানী, দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের সহ-সভাপতি হাফেজ মোঃ আতিকুর রহমান বিন আবু তাহের বর্ধমানি, দাওয়া ও তাবলিগ সম্পাদক শাইখ বাদিউজ্জামান বিন আব্দুল গাফফার আল মাদানী, তা’লিম ও তারবিয়াহ বিষয়ক সম্পাদক শাইখ নুরুল আলম আল মাদানী, দিনাজপুর জেলা শুববানে আহলে হাদীসের সভাপতি শাইখ আব্দুর রহমান ইমরান আল মাদানী ও সাধারণ সম্পাদক হাফেজ রাশেদুল ইসলাম।
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি মাওলানা মোঃ মঞ্জুরে খোদা, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়রুল ইসলাম জাহাঙ্গীর, হাকিমপুর উপজেলা জমঈয়তের সহ-সভাপতি মোঃ ফেরদৌস রহমান, রংপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি মাওলানা মোঃ মামদুহুর রহমান, পঞ্চগড় জেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি এনামুল হক প্রধান, নীলফামারি জেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক আব্দুর রউফ, সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ লুৎফুল কবীর বকুল, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর ওয়াকিল বিন মুসলিম ও উত্তরা এলাকা জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারি আবু ফাইয়ায মোঃ গোলাম রহমান।
এর আগে সম্মেলনে জুম’আর নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সৌদী আরবের মেহমান শায়খ ড. হামাদ বিন হাবশান আল হারবী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের সাধারণ সম্পাদক শাইখ মাওলানা মোখতার হোসেন।
মহাসম্মেলনে দিনাজপুর জেলার ১৩টি উপজেলা হতে আগত জমঈয়তে আহলে হাদীসের অনুসারি কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।