মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ৮০ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে।
বুধবার ভোররাতে উপজেলার হলদিয়া সিংগার হাটি গ্রামের মো. জহিরের জালে মাছটি ধরা পড়ে।
পরে জানা যায়, সকাল ৬টায় জেলেরা মাছটি বিক্রির উদ্দেশে মাওয়া ঘাটের মৎস্য আড়তে নিয়ে আসেন । এ সময় উৎসুক জনতা মাছটি দেখতে ওই আড়তে ভিড় জমায়।
আড়তে ৮০ কেজি ওজনের এ মাছটির দাম ওঠে ৫৫ হাজার টাকা। তাৎক্ষণিকভাবে কিছু টাকা লাভের আশায় খুচরা বিক্রেতারা মাছটি এই দামে ডাকে কিনে নেন।
মাছ বিক্রেতা মো. মোখলেছুর রহমান জানান, ৮০ কেজি ওজনের বাগাড় মাছ সচরাচর পদ্মায় পাওয়া যায় না। দীর্ঘদিন ধরে আড়তে এ সাইজের বাঘাইর মাছ আমরা দেখিনি।
এবং মাছটি ঢাকার পাইকারদের কাছে বিক্রি করবেন বলে জানান মোখলেছুর রহমান।