চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানির টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ নিয়ে চীনের উৎপাদিত করোনা ভাইরাসের দ্বিতীয় টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল। মঙ্গলবার (১ জুন) রাতে টিকা অনুমোদন করার কথা জানিয়েছে ডব্লিউএইচও।
১৮ বছরের বেশি বয়সীদের দুই ডোজের এই টিকা দেওয়া হয়।
প্রথম ডোজের চার সপ্তাহ পর এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়ার মানে বিশ্বের দেশগুলো এ টিকার মান ও কার্যকারিতায় আস্থা রাখতে পারে।
সুত্র: বিবিসি
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪