মোঃ নুর ইসলাম, দিনাজপুর \ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত পরিচালক আবুল আলা মোঃ হাফিজুর রহমান গত ৬ জুলাই ২০২১, রাত ৮.২৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না—-রাজিউন)।
তিনি করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৮৮-৮৯ অনুজীব বিভাগের এমএসসি পাশ করেন এবং কর্মজীবনে ২০০০ সালে সহকারী পরিচালক পদে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যোগদানের পর পদোন্নতি পেয়ে ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত পরিচালকের দায়িত্ব পালন করা অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি কর্মজীবনে সৎ মেধাবী ও দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর পারিবারিক জীবনে তাঁর এক পুত্র ও সহধর্মিনী রয়েছেন। তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চাপারতল এলাকার বাসিন্দা। তাঁর অকাল মৃত্যুতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রাজিউর রহমানসহ কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছেন।