দুই বাংলার জনপ্রিয় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। অবশ্য শুধু শ্রীজাত নামেই পরিচিত কবিতার পাঠক ও গানের শ্রোতার কাছে। বেশ কয়েকটি জনপ্রিয় গানের গীতিকার তিনি। এবার তাঁর নামের পাশে আরেকটি বিশেষণ যুক্ত হচ্ছে। কী সেটা?
হ্যাঁ, এবার বাংলা চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন শ্রীজাত। সিনেমার প্রাথমিক নাম ‘মানবজমিন’। শ্রীজাতের প্রথম ছবির প্রযোজক রানা সরকার।
কলকাতার আনন্দবাজার পত্রিকার খবর, শ্রীজাত জানিয়েছেন, নামে মিললেও শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ‘মানবজমিন’ উপন্যাসের সঙ্গে কোনও মিল নেই তাঁর গল্পের। সিনেমার সুর করবেন জয় সরকার। গল্পের সঙ্গে সিনেমার গান বাঁধার দায়িত্বও শ্রীজাতের।
আনন্দবাজার অনলাইনকে শ্রীজাত জানিয়েছেন, অনেক দিন ধরেই ইচ্ছে ছিল সিনেমা বানানোর। কারণ, তাঁর চোখে কবিতা আর সিনেমার মধ্যে কোথাও যেন অলিখিত বন্ধুত্ব আছে।
শ্রীজাত বলেন, ‘ছবি দেখা, ছবির জন্য গান বা গল্প লেখা আর ছবি বানানো তো এক নয়। ফলে, কথা হলেও ভরসা করতে পারেননি অনেক প্রযোজক। রানাকে ধন্যবাদ। তিনি আমাকে সেই সুযোগ করে দিচ্ছেন।’
শ্রীজাত আরও জানিয়েছেন, তাঁর কিছু বলার আছে। যা কবিতা বা সাহিত্য নয়, সিনেমা বেশি ভালো বলতে পারবে। তাই তিনি পরিচালনায় আসছেন। প্রথম ছবিতে তিনি ভালোবাসাকে সাক্ষী রেখে মানুষের গল্প বলবেন। যদিও অভিনেতা-অভিনেত্রীর নাম এখনও চূড়ান্ত হয়নি।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪