নাটরের লালপুর উপজেলার দুয়ারিয়া মোড়ে ঈশ্বরদী সড়কের পাশে আজ রোববার (৬) সড়ক দূর্ঘটনায় তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। রাস্তার পাশে একটি মোটরসাইকেল পড়ে থাকা দেখা যায় । ঘটনাটি ষড়যন্ত্র নাকি সড়ক দূর্ঘটনায় ঘটেছে, তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।
লালপুর থানা ও এলাকাবাসীরা জানায়, আজ রোববার (৬) ভোর পাঁচটার দিকে ওই তারা উপজেলার দুয়ারিয়া মোড়ে দুয়ারিয়া-ঈশ্বরদী রাম্তার পাশে তিনজন ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাঁরা পুলিশকে জানান। খবর পেয়ে সকালে লালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ তিনটি উদ্ধার করে থানায় নেয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। মৃতদের পরিচয় জানা যায়নি এখনো, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। ঘটনাটি ষড়যন্ত্র নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু, তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি নাটোর সদর হাসপাতালে পাঠানোর ব্যাবস্তা নেওয়া হচ্ছে।
ময়নাতদন্তের পরেই সঠিক তথ্য জানা যাবে বলেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪