ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি বিআরটিসি বাসের সাথে অটোরিকশার ধাক্কা হওয়ায় ছয়জন যাত্রীর মূত্য হয়ছে। এবং ওই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ সোমবার (৭) বিকেল পাঁচটায় ঘটে এ দুর্ঘটনা।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হচ্ছেন নবীগঞ্জ উপজেলার মুড়াউড়া গ্রামের বাসিন্দা আবু তাহেরের স্ত্রী সামিরুন বেগম (২৮), তাঁর মেয়ে মারিয়া বেগম (২) ও হালিমা বেগম (২৫)। তবে অন্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া জানান, ঢাকা থেকে সিলেটগামী বিআরটিসির একটি বাস মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সাতাইহাল নামক স্থানে গিয়ে পেছন থেকে একসঙ্গে দুটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এর মধ্যে একটি অটোরিকশা বাসের নিচে দুমড়েমুচড়ে যায়। এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় দুই অটোরিকশার ছয়জনের মূত্য হয়।
শেরপুর হাইওয়ে থানা–পুলিশ সন্ধ্যা ছয়টায় অটোরিকশার ছয় যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে দুজন নারী ও একজন ২ বছরের শিশু ছিলো । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করেন ওসি এরশাদুল হক ভূঁইয়া। এদিকে নিহতদের সবার পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আমাদের ফেইবুক Link : ট্রাস্ট নিউজ ২৪