কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সেচ পাম্প দিয়ে বোরো বীজতলায় পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামে। নিহতের নাম আব্দুল মালেক (৪৮)। সে ওই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
এলাকাবাসীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে মালেক তার জমিতে সেচ পাম্প দিয়ে বোরো বীজতলায় পানি দিতে যান। এসময় বিদ্যুতের সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে আহত হয়। পরে এলাকাবাসীরা দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪