দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের ফুলবাড়ী-পর্বতীপুর সড়কের রেলগুমটি ক্রসিংয়ে ট্রেন-ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। সোমবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে কুমার দাস (৩২) নামের এক গেটম্যান নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাক চালক সাইদুল ইসলাম (৩৪)। নিহত গেটম্যান সুশান্ত কুমার দাস ঈশ্বরদী জেলার বাসিন্দা বলে জানা গেছে। ট্রাক চালক সাইদুল ইসলাম নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার কফিলউদ্দিন মন্ডলের ছেলে।
দুর্ঘটনার পর প্রায় ৫ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। মঙ্গলবার সকাল ৭টার দিকে নিহত গেটম্যান সুশান্তের লাশ দুর্ঘটনা কবলিত ট্রাকের নিচ থেকে উদ্ধার করে নিয়ে যায় পার্বতীপুর জিআরপি থানা পুলিশ। ফুলবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার ইসরাফিল সরকার দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবকি হয়েছে।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪