ইকুয়েডরের কারাগারে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৬২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সংঘটিত এ সহিংসতাকে অপরাধী সংগঠনগুলোর অপতৎপরতা বলে মন্তব্য করেছে দেশটির সরকার।
ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো সাময়িকভাবে কারাগারগুলো জরুরি অবস্থা ঘোষণা করেছেন। দেশটির কারাগারে প্রায়ই সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর মধ্যে এ ধরনের সহিংসতার ঘটনা ঘটে।
ইকুয়েডরের কারা কর্তৃপক্ষের পরিচালক এডমান্ডো মনকায়ো জানান, কারা অভ্যন্তরে কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে দুটি গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। তিনি ৬২ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। সংঘর্ষে কয়েকজন পুলিশও আহত হয়েছেন তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি।
এডমান্ডো মনকায়ো জানান, কারা সহিংসতা থামাতে অতিরিক্ত ৮০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে কারা পরিস্থিতি শান্ত হয়েছে বলে দাবি করেছেন তিনি।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪