
An immigration truck carrying Myanmar migrants from Malaysia back to their homeland, is seen heading towards the Naval base in Lumut, outside Kuala Lumpur on February 23, 2021. (Photo by Mohd RASFAN / AFP)
মিয়ানমারের এক হাজার ৮৬ নাগরিককে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া। আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করেই তাদেরকে ফেরত পাঠানো হয় বলে জানা গেছে। মঙ্গলবার অভিবাসন বিভাগের মহা-পরিচালক কাইরুল জাইমি জানান এ তথ্য।
তিনি বলেন, মিয়ানমার নৌবাহিনীর তিনটি জাহাজে এসব মানুষকে ফেরত পাঠানো হয়েছে।
জান্তা নিয়ন্ত্রিত দেশে ফিরলে তারা নতুনভাবে ঝুঁকিতে পড়তে পারেন এমন শঙ্কায় প্রত্যাবাসনের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন মালয়েশিয়ার আদালত। বুধবার স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত ছিল সময়সীমা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও মানবাধিকার সংগঠন- অ্যাসাইলাম একসেসের পিটিশনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেন আদালত। তবে অভিবাসন কর্তৃপক্ষের দাবি- স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়ায় নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪