নিজেদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রটোকল জমা গ্লোব বায়োটেক। ওই প্রটোকলে ক্লিনিক্যাল ট্রায়ালের এথিক্যাল এপ্রুভালের জন্যও আবেদন করা হবে। বিষয়টি জানিয়েছেন গ্লোবের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ড. আসিফ মাহমুদ।
শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় আসিফ মাহমুদ বলেন, আগামীকাল রবিবার (১৭ জানুয়ারি) সকালে আমরা বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) আবেদন করবো। বাংলাদেশে কোনও ভ্যাকসিনের ফেইজ-১ এর ট্রায়াল হবে, এটা আমাদের জন্য মাইলফলক।
গত ২ জুলাই প্রতিষ্ঠানটি দেশে প্রথম ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয়। সেদিন তারা জানায়, গত ৮ মার্চ তারা এই টিকা আবিষ্কারের কাজ শুরু করেন।
এরপর গত ৫ অক্টোবর গ্লোব জানায়, তারা সফলভাবে প্রাণিদেহে তাদের ট্রায়াল সম্পন্ন করেছেন, এখন হিউম্যান ট্রায়ালে যাওয়ার জন্য প্রস্তুত।
ডা. আসিফ মাহমুদ জানিয়েছিলেন, প্রটোকল তৈরি করে বিএমআরসিতে (বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল) জমা দেওয়া হবে। বিএমআরসির অনুমোদন পেলেই তারা হিউম্যান ট্রায়াল শুরু করবে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪