খরগোশের মতো দেখতে হেলমেট পড়ে ষাঁড়ের পিঠে চড়ে দিল্লির ব্যস্ত রাস্তা দিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ষাঁড়ের গলায় পড়ানো লাগাম নিজের হাতে ধরে রেখেছেন। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বুল রাইডার নামে এক ব্যবহারকারী।
পেট্রলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘পেট্রল মেহেঙ্গা হুয়া তো আব মেনে উসকো উসকি ভি আওকাত দিখা দি (পেট্রলের দাম বেড়েছে, তাই আমি সেটিকে তার জায়গা দেখিয়ে দিলাম)।’ভিডিওটি গত মাসের শেষের দিকে সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছিল। এরপর থেকে ১ ক লাখ ৯৩ হাজারের বেশি লাইক এবং ৩ দশমিক ৮ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। অবশ্য নিজের এই প্রতিবাদী কর্মকাণ্ডে অনলাইনে সমালোচনার মুখেও পড়েছেন ওই ব্যক্তি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা কেউ কেউ মন্তব্য করেছেন, ‘এমন নিষ্ঠুর আচরণ পুশুটির সঙ্গে কিভাবে করল?’ আবার কেউ জানতে চেয়েছেন, ‘পুলিশ তাঁকে আটকায়নি?’ আরো একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ষাঁড়ের পিঠ আপনার বসার জন্য নয়। পশুদের সঙ্গে নিষ্ঠুর আচরণ বন্ধ করুন।’
ইনস্টাগ্রামের এই বুল রাইডার নামে ব্যবহারকারীর ফলোয়ারের সংখ্যা ৫০ হাজারের বেশি। সেখানে দেখা গেছে, তিনি প্রায়ই ব্যস্ত রাস্তায় ষাঁড়টি নিয়ে ঘুরে বেড়ান।
অ্যাকাউন্টে পোস্ট করা পৃথক আরো একটি ভিডিওতে এক শিশুকে সঙ্গে নিয়ে ষাঁড়ের পিঠে চড়তে দেখা গেছে তাকে। অন্য আরেকটি ভিডিওতে দেখা যায়, হেলমেট ছাড়া কর্তব্যরত এক পুলিশ সদস্য ষাঁড়ের পিঠে সওয়ার ব্যক্তির দিকে তাকিয়ে আছেন। কিন্তু তিনি তাঁকে কিছু বলছেন না। পথচারীরা তাঁর সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত।আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪