দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ৮৩৫ জন রোগী শনাক্ত হয়েছেন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৭৮ জন। দেশে এ পর্যন্ত ৫ লাখ ১৬ হাজার ১৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ৬২৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৫৯৮ জন।
আজ নতুন রোগী হাজারের কম। গতকালও রোগী হাজারের কম ছিল। অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৯২৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৭ দশমিক ৬৪ শতাংশ।
গতকাল শনিবার করোনাভাইরাসে সংক্রমিত ২৩ জনের মৃত্যু হয়। একই সময় নতুন করে আরও ৬৮৪ জন রোগী শনাক্ত হন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪