বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। কিছুতেই থামছে না এই প্রকোপ। গত এক বছরে এর তাণ্ডবে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে গোটা বিশ্ব।
এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মানুষ।
গত ২৪ ঘণ্টায়ও (শুক্রবার) করোনা ছোবলে প্রাণ হারিয়েছে আরও ১২ হাজার মানুষ। এই সময়ে নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে প্রায় সোয়া ৪ লাখ।
এরমধ্যে সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে আমেরিকায়। দেশটিতে শুক্রবার মারা গেছে ২ হাজার ৬শ’।
আমেরিকায় করোনায় আরও প্রায় ৯০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৮০ লাখের বেশি মানুষ। প্রাণহানি ছাড়িয়েছে ৪ লাখ ৯২ হাজার।
দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে মেক্সিকোয়, প্রায় দেড় হাজার।
এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ছাড়াল।
এদিকে ব্রাজিলে ১২শ’ মানুষের মৃত্যুতে প্রাণহানি ছাড়িয়েছে ২ লাখ ৩৭ হাজারের বেশি। ইউরোপের দেশ জার্মানি ও স্পেনে প্রাণ গেছে ৫ শতাধিক করে মানুষের। অন্যদিকে ব্রিটেনে এ সংখ্যা সাড়ে ৭শ’।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪