বিশ্বজুড়ে নতুন ভীতি তৈরি করেছে করোনাভাইরাসের নতুন প্রজাতি। প্রাথমিক গবেষণার ভিত্তিতে বিজ্ঞানীরা বলেছিলেন, নতুন প্রজাতি শিশুদের মধ্যে বেশি ছড়াচ্ছে। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, এই প্রজাতি সব বয়সের মানুষকেই সমানভাবে সংক্রমিত করছে।
গবেষকরা জানিয়েছেন, নতুন ধরনটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি সব বয়সীর জন্য একই। এর কারণ হিসেবে গবেষকদলের সদস্য ও লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক অ্যাক্সেল গ্যান্ডি বলেন, ‘শুরুর দিকে গবেষণাটি হয়েছিল স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের ওপর। তখন বয়স্করা মোটামুটি নিয়ন্ত্রিত জীবন যাপন করতেন। এ জন্য প্রাথমিক গবেষণায় শিশুদের সংক্রমণের ঝুঁকি বেশি মনে হয়েছিল।’